• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

একসঙ্গে তিন নবজাতকের জন্ম

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪
একসঙ্গে তিন নবজাতকের জন্ম
ফাইল ছবি

জয়পুরহাটে বিলকিস বেগম (৩৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। তিন সন্তানের মধ্যে দুইজন পুত্র ও একজন কন্যা সন্তান।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ফুটফুটে তিনটি সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

পার্শ্ববর্তী নওগাঁঁ জেলার ধামুইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ওই নারী।

সদ্য প্রসব হওয়া শিশুদের বাবা আরটিভি নিউজকে বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আমাদের আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।

এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই গৃহবধূকে এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার দুপুরে আমাদের চিকিৎসক ডাঃ নাছিমা আক্তার নীনা এবং নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই সন্তান প্রসব সম্ভব হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের আগেই সন্তান জন্ম, স্বামীকে নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh