• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

যমুনা নদীর পানি অপরিবর্তিত, পানিবন্দী হাজারো মানুষ

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২১, ০৮:২৯
যমুনা নদীর পানি অপরিবর্তিত, পানিবন্দী হাজারো মানুষ
যমুনা নদীর পানি অপরিবর্তিত, পানিবন্দী হাজারো মানুষ, ছবি : সংবাদদাতা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে অপরিবর্তিত থেকে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

টানা কয়েকদিন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তৃর্ণ ফসলী ক্ষেত ও গোচারণভূমি। পানিতে গোচারণভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার গোখামারিরা।

এদিকে পানির চাপে সদর উপজেলার পুনর্বাসন এলাকায় সড়ক ভেঙে গেলে সরকারিভাবে উদ্যোগ না নেয়ায় সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ আরটিভি নিউজকে জানান, যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
হাজারো মানুষকে পথে বসাচ্ছে উচ্চ রক্তচাপ!
X
Fresh