• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

তলপেটে ৬৫ লাখ টাকার সোনা, যাত্রী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ মে ২০১৭, ১৩:৩৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর তলপেটে বিশেষ কৌশলে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শুল্ক গোয়েন্দারা বিশেষ পদ্ধতি প্রয়োগ করে এই স্বর্ণ তার পায়ুপথ দিয়ে বের করে আনা হয়।

আটক যাত্রী মো. বেলাল হোসেন। তিনি ফটিকছড়ি এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি কমিশনার প্রনয় চাকমা আরটিভি অনলাইনকে জানান, বেলাল হোসেন শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছান। গোপন সংবাদ ছিল ওই যাত্রী স্বর্ণের বার বহন করছে। সকাল ১০ টার দিকে বিমান বন্দরের সকল কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করলে পরে স্বর্ণের কথাটি স্বীকার করেন তিনি।

তিনি আরো জানান, এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh