• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, লালমনিরহাট

  ০৭ মে ২০১৭, ১৩:৪৭

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে এলোপাথারি গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় গুলিবিদ্ধ এক বাংলাদেশিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই বাংলাদেশির নাম রসুল মিয়া (৩১), কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।

সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া গুলি ছোড়েন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল।

এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করা হলেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানান তিনি।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh