• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীর পদ্মাপাড়ের পরিচিতি বিনোদন কেন্দ্র

আমির ফয়সাল, রাজশাহী

  ০৬ মে ২০১৭, ২১:২৬

রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের প্রায় ৫ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। এগুলোতে শুধু স্থানীয় জনসাধারণই নয়, নয়নাভিরাম এ পরিবেশের প্রতি আকৃষ্ট হয়ে আসছেন দূর-দূরান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকরাও।

মহানগরীর আলুপট্টি, বড়কুঠি, পাঠানপাড়া ও শ্রীরামপুর এলাকায় গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতে বাহারি ফুল ও সবুজ অরণ্যে ঘেরা বেশ ক’টি জায়গায় গড়ে উঠেছে পিকনিক কর্নার ও কমিউনিটি সেন্টার।

রয়েছে মনোরম পরিবেশে খাবার দোকানসহ প্রসাধন ও শিশুদের খেলার দোকান।

বিনোদন কেন্দ্রগুলোর প্রশংসা করে পর্যটকরা বলেন, যদি আর একটু সুন্দর করে সাজিয়ে তোলা যায়, তবে পদ্মাপাড়ের বিনোদন কেন্দ্রগুলো দর্শনীয় জায়গায় পরিণত হবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সেজন্য প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানালেন তারা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বললেন, পদ্মাপাড়ের মোট ১০টি জায়গাকে বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর অনেক কাজ এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত দু’টি জায়গার কাজ দৃশ্যমান।
বাকি কাজ শেষ হতে আরো প্রায় ৫০ কোটি টাকার দরকার পড়বে বলেও তিনি জানান।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh