• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২১, ২২:৩৫
বঙ্গবন্ধু-সেতু পশ্চিম মহাসড়কে রাতেও স্বাভাবিক হয়নি যানজট 
ছবি : আরটিভি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের যানজট রাতেও স্বাভাবিক হয়নি। রোববার (১ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিমের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে এখনও যানজট রয়েছে।

দীর্ঘ যানজটে মাঝে মধ্যে ধীরগতিতে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। রাতেও ট্রাকের পাশাপাশি চলছে যাত্রীবাহী বাস। বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছে কর্মজীবী মানুষ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আরটিভি নিউজকে জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট তৈরি হচ্ছে। যানজট কমে মাঝে মধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh