• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

তিউনিসিয়ায় হিটস্ট্রোকে মাদারীপুরের আরও তিন তরুণের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ১৩:৪৭
তিউনিসিয়ায় হিটস্টকে মাদারীপুরের আরও তিন তরুণের মৃত্যু
ফাইল ছবি

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় তিউনিসিয়ার ভূমধ্যসাগরে হিটস্ট্রোকে মাদারীপুরের রাজৈরের আরও তিন তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ওই ঘটনায় ট্রলারে থাকা অবস্থায়ই ঘোষালকান্দি গ্রামের হৃদয় কাজী মারা যায়।

বুধবার (২৮ জুলাই) সকালে এই তথ্য জানা যায়। এ নিয়ে একই উপজেলায় মারা গেলো ৪ জন।

এলাকাবাসী জানায়, প্রায় ৩ মাস আগে মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের সাধন মল্লিক দালালদের প্রলোভনে লিবিয়া যায়। সেখান থেকে গত ১৯ জুলাই লিবিয়া থেকে সাধনের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারে ইতালির উদ্দেশে রওনা দেয় অর্ধশত তরুণ ও যুবক। মাঝপথে নষ্ট হয় ট্রলারটি। এতে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে আহত হয়ে লিবিয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি হয় কয়েকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাধন ও রাজৈর উপজেলার শংকরদী গ্রামের সাগর সিকদার, হোসেনপুর গ্রামের জিন্নাত শেখ।

স্বজনর জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাস ফকিরের ছেলে ইলিয়াছ ফকির ও টুটুল ফকির ইতালি যাবার স্বপ্ন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে আদায় করে নেন সাড়ে ৭ লাখ টাকা।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরটিভি নিউজকে জানান, দালালদের ধরতে একাধিক অভিযান চলছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
‘র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হবে’
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 
X
Fresh