• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আগামীকাল কঠোর লকডাউন, আজ ঢাকা ফেরার রাত 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ২৩:১১
আগামীকাল কঠোর লকডাউন, আজ ঢাকা ফেরার রাত 
আজ ঢাকা ফেরার রাত 

আগামীকাল কঠোর লকডাউনের খবরে ঢাকায় ছুটছে মানুষ। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষের চাপ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৩ জুলাই) থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের খবরে বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষ ঢাকায় ফিরছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শতশত যানবাহন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যা ৭টা নাগাদ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত যানবাহনের অন্তত ৫ কিলোমিটারের সারি সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। আটকে থাকা যানবাহনের মধ্যে কিছু পণ্যবাহী ট্রাক থাকলেও যাত্রীবাহী দূরপাল্লার বাসের সংখ্যাই বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ আটকে-পড়া যানবাহনে সারি দীর্ঘ হচ্ছিল।

চুয়াডাঙ্গা থেকে আসা বাসযাত্রী কালাম শেখ আরটিভি নিউজকে বলেন, কঠোর লকডাউনের খবরে প্রিয়জনদের ছেড়ে দ্রুত কর্মস্থলে ফিরতে হচ্ছে। প্রায় ৪ ঘণ্টা ফেরির জন্য ঘাটে অপেক্ষা করছি।

বাস চালক ফরিদ শেখ আরটিভি নিউজকে বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য মাত্র একটা দিন পেয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি কম থাকায় আমরা পার হতে পারছি না। তবে আজকে ঢাকা ফেরার রাত।

মাগুরা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী সুলায়মান খান আরটিভি নিউজকে বলেন, অফিস থেকে বলেছে যেকোনো সময় কারখানা খুলতে পারে। ফোন দিলেই অফিসে যেতে হবে। কখন কি হয়, তাই শত কষ্ট নিয়ে ঢাকায় যাচ্ছি।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া অফিস জানায়, নদী পার হতে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহন দৌলতদিয়া ঘাটে আসছে। এতে করে যানবাহনগুলোকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন আরটিভি নিউজকে বলেন, বর্তমান এই নৌরুটে মোট ১৬টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপার করছে। তারপরও বাড়তি যানবাহনের কারণে ঘাট এলাকায় বেশ কিছু গাড়ি সিরিয়ালে আটকা পড়েছে। তবে রাতের মধ্যে আমরা সব গাড়ি পার করতে পারব।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ঢাকায় আসছেন কাতারের আমির
X
Fresh