Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ মৃত্যু

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ মৃত্যু
ফাইল ছবি

দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১০ জনে দাঁড়ালো।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় বর্তমানে মজুত করা অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১ হাজার ২৮৫টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS