Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

ফরিদপুরে করোনায় ১৮ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় ১৮ জনের মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরে করোনায় গত দুই দিন মৃত্যু সংখ্যা কম হলেও আবারও বেড়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে ১৩ জন ফরিদপুরের, ৪ জন রাজবাড়ীর ও ১ জন গোপালগঞ্জের।

জানা গেছে, বর্তমানে হাসপাতালে ৩২৬ জন ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৮ জন রোগী। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১৯৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ১৯৯ জন করোনা শনাক্ত হয়। সরকারি হিসেবে এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৩৫ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৯৭ জন। করোনার বিধিবিধান না মানার কারণেই ফরিদপুরে বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS