• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাঙ্গাবালীর ৭ গ্রামে ঈদুল আজহা উদযাপন 

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১১:৫০
রাঙ্গাবালীর ৭ গ্রামে ঈদুল আজহা উদযাপন 
প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৭ গ্রামে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা। মঙ্গলবার (২০ জুলাই) ঈদের নামাজ আদায় করেছেন তারা।

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, নিজ হাওলা, উত্তর পশুরবুনিয়া, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর অন্তত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছে। তারা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh