Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

সিরাজগঞ্জে চলনবিলসহ অভ্যন্তরীণ নদীর পানি বাড়ছে 

সিরাজগঞ্জে চলনবিলসহ অভ্যন্তরীণ নদীর পানি বাড়ছে 
অভ্যন্তরীণ নদীর পানি বাড়ছে 

সিরাজগঞ্জে আবারও কমছে যমুনা নদীর পানি। তবে বাড়তে শুরু করেছে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ আরটিভি নিউজকে জানান, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে যমুনা নদীর পানি কমলেও চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, করতোয়া, বড়াল ও ইছামতি নদীর পানি বাড়তে শুরু করেছে।

যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি বন্দি হয়ে রয়েছে অন্তত ২০ হাজার মানুষ। এসকল এলাকার বিস্তীর্ণ ফসলি জমির উঠতি ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, করতোয়া, বড়াল ও ইছামতি নদীর পানি বাড়া শুরু করায় এসকল নদী তীরবর্তী এলাকাও প্লাবিত হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS