Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা ও তিন জনের করোনার উপসর্গ ছিল।

রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ জুলাই) সোমবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে বেড়ে ২৮.২৯ শতাংশ হয়েছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৪২০ জনের মৃত্যু হলো।

এদিকে কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ অব্যাহত আছে। তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আরটিভি নিউজকে জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৫৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮৩ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS