• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ০৮:১৭
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত
ছবি: আরটিভি নিউজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হাট পয়েন্টে) ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে পানির বৃদ্ধির ফলে জেলার সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুরের বেশ কিছু এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) আব্দুল লতিফ আরটিভি নিউজকে জানান, রোববার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই একদিন এ পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
অব্যাহত তাপপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির আভাস
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি
X
Fresh