• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যমুনা নদীর পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ০৮:৪৫

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

আজ রোববার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়ে পড়ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ইতোমধ্যেই চৌহালী উপজেলার বিনানইন গ্রামের রাস্তা, ব্রিজ, বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বিনানইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের একটি মাটির বাঁধ দেবে গেছে। এই ইউনিয়নের পাচিলে অব্যাহত রয়েছে নদী ভাঙন। ইতোমধ্যেই বেশ কয়েকটি বসত ভিটাসহ বিস্তীর্ণ ফসলি জম নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করলেও ভাঙন থামছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
X
Fresh