• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে করে গরু যাচ্ছে ঢাকায় 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ২২:৪১
ট্রেনে করে গরু যাচ্ছে ঢাকায় 
ট্রেনের মাধ্যমে কোরবানির পশু পরিবহন শুরু

চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনের মাধ্যমে কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেনের যাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল।

তিনি বলেন, ট্রেনের মাধ্যমে গরু পরিবহনের কারণে গরুগুলো সুন্দর ভাবে যেতে পারবে। পথে গরুগুলোকে পানি, খড় খাওয়ানোর সুযোগ থাকছে। যেখানে রাস্তায় ট্রাকে করে পশু আনার সময় নানা ভোগান্তি পোহাতে হয়। আমরা দেখেছি এবার ট্রেনের মাধ্যমে আম পরিবহনে এখানকার চাষী ও ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ আরটিভি নিউজকে জানান, প্রথম দিন ৭৭টি গরু ও ৬টি ছাগল নিয়ে কোরবানির পশু পরিবহনের জন্য ’ক্যাটেল স্পেশাল’ ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেছে। ৫৯২ টাকায় গরু ও ২৯৬ টাকায় ছাগল পরিবহনের সুযোগ পাচ্ছেন খামারী ও ব্যবসায়ীরা।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব
ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
রাতে ঢাকায় ঝুম বৃষ্টির সম্ভাবনা, থাকবে যতক্ষণ
X
Fresh