• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গরু ব্যবসায়ী খুনের আসামি আওয়ামী লীগ নেতা কালাম বহিষ্কার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ২১:২৮
গরু ব্যবসায়ী খুনের আসামি আওয়ামী লীগ নেতা কালাম বহিষ্কার
আওয়ামী লীগ নেতা কালাম

ফেনীতে গরু ব্যবসায়ী খুন মামলার প্রধান আসামি কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে চাঁদার দাবিতে গরু বেপারিকে আড়াই ডজন মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম তাকে গুলি করে খুন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তাকে আওয়ামী লীগের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জুলাই) নিহত শাহ জালালের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় কাউন্সিলর কালাম ও তার সহযোগী রাজু এবং নাঈমের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ‍

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh