Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

মালবাহী ট্রেনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় বগি লাইনচ্যুত

মালবাহী ট্রেনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় বগি লাইনচ্যুত
বগি লাইনচ্যুত

যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের বগিতে একটি তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় ২টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে ওই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিগন্যালে ভুল হওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার বুলবুল আহমেদ। উদ্ধার কাজ শেষে ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার বুলবুল আহমেদ জানান, শনিবার (১৭ জুলাই) সকালে খুলনাগামী একটি খালি তেলবাহী ট্যাংকার স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রেনকে ধাক্কা দেয়। এতে তেলবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে আনুমানিক ৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS