• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার পরিবহন পারাপার

টাঙ্গাইল দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১৮:৫৪
বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার পরিবহন পারাপার
ফাইল ছবি

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের এই বৃহৎ সেতু দিয়ে শুক্রবার (১৬ জুলাই ) সকাল ৬টা হতে শনিবার (১৭ জুলাই ) সকাল ৬টা পর্যন্ত প্রায় ৩৪ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮শ টাকা। এর মধ্যে সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার ১১০ টাকা আর সেতুর পশ্চিমে ১৬ হাজার ৩৯৯টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) যে পরিমাণ পরিবহন সেতু পারাপার হচ্ছে তাতে টোল আদায় আরও বেশি হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
X
Fresh