• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে বাংলাদেশে প্রবেশর সময় ২১ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১৬:৪০
ভারত থেকে বাংলাদেশে প্রবেশর সময় ২১ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

মৌলভীবাজার শহরে আসা নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। এরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ মুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা গেছে, আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এর আগে গত ২ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গা শরণার্থীকে শহরের একই এলাকা থেকে আটক করে পুলিশ।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরটিভি নিউজ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এছাড়া তারা পাচারের স্বীকার কি-না অথবা কোন দালাল চক্র জড়িত কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন
বিএনপির ৬১ নেতাকে শোকজ, জবাবের সময় ৪৮ ঘণ্টা
চলতি মাসের যে সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
X
Fresh