• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার টানে মেহেরপুরে কোরবানির গরুর বাজার চড়া 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ২২:৫৪
ঢাকার টানে মেহেরপুরে কোরবানির গরুর বাজার চড়া 
মেহেরপুরে কোরবানির গরুর বাজার চড়া 

মেহেরপুর জেলায় চড়া দরেই বিক্রি হচ্ছে কোরবানির গরু। আনুমানিক এক মণ মাংসের দর ধরা হচ্ছে ৩০ হাজার টাকা। বেশি দরের আশায় রাজধানীতে গরু নিয়ে ছুটছেন স্থানীয় ব্যাপারিরা। এতে স্থানীয় কোরবানির পশু হাটে কেনাবেচায় ভাটা পড়েছে। অপরদিকে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই পশু হাটগুলোতে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হিসেবে কোরবানি উপযুক্ত গরু রয়েছে প্রায় ৬০ হাজার। যা জেলার চাহিদার চেয়ে দ্বিগুণ। টানা ১৪ দিনের লকডাউনের কবলে বসেনি কোরবানির পশুর হাট। শুক্রবার প্রথম শুরু হওয়া মেহেরপুর জেলাসহ আশেপাশের জেলার মধ্যে বড় হাট বামন্দী-নিশিপুর পশু হাটে নেই কাঙ্খিত পরিমাণ কোরবানির গরু। রাজধানী ঢাকাসহ অন্য জেলার ব্যাপারিদেরও সংখ্যাও কম। গেল বছর করোনা আতঙ্কে ঢাকায় গরু নিয়ে যায়নি অনেকে। ফলে চড়া দামে গরু বিক্রি হওয়ায় এবার তার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। বেশিরভাগ খামারি ও ছোট ছোট ব্যাপারীরা গরু নিয়ে ঢাকায় চলে গেছেন এক সপ্তাহ আগেই। রাজধানীতে বেশি দরে গরু বিক্রির আশায় পাল্টে গেছে স্থানীয় পশু হাটগুলোর দৃশ্য।

স্থানীয় ব্যাপারিরা জানান, প্রতি মণ মাংসের আনুমানিক দাম ২৫-৩০ হাজার ধরে গরু কেনাবেচা হচ্ছে। লালন-পালন খরচ নানাভাবে বৃদ্ধি হওয়ায় গবাদিপশুর দরও বৃদ্ধি পেয়েছে।

কয়েকজন খামারি জানান, লক ডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খামার মালিকরা। নির্দিষ্ট সময়ে গরু বিক্রি করতে না পারায় হতাশ তারা। বাকিতে স্থানীয় ব্যাপারিদের কাছে গরু বিক্রি করেছেন অনেকে। এখন ঢাকার পশুর হাটে দর ভালো না পাওয়া গেলে পথে বসতে হবে খামারি ও স্থানীয় ব্যাপারিদের।

বামন্দী-নিশিপুর পশুর হাটের ইজারাদার নাছির উদ্দীন শেখ জানান, গরু কেনাবেচা কম হওয়ায় খামারি ও ব্যাপারিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবো আমরাও।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, দুশ্চিন্তায় বোরো ধান চাষিরা
X
Fresh