Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে আরও ১২ মৃত্যু

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে আরও ১২ মৃত্যু
ফাইল ছবি

বরিশালে বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জন। এসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়ে রোগী শনাক্ত হয়েছেন ৫৩৫ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত ২৫ হাজার ১৩১ জনে। শুক্রবার (১৬ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) সকালে আরটিভি নিউজকে এ তথ্য জানানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন এবং বরগুনায় দুইজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭৩।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন। শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০৫ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১১৫ জন করোনা ওয়ার্ডে এবং ১৯০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS