• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লঞ্চ ভিড়লেই হুড়োহুড়ি

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১৪:২৭
লঞ্চ ঘাটে মানুষের উপচে পড়া ভিড়
উপচে পড়া ভিড়

বিধিনিষেধ শিথিলেরে প্রথম দিনেই চাঁদপুর লঞ্চ ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি করে লঞ্চে উঠছে মানুষ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে থেকেই শুরু হয় চাঁদপুরগামী লঞ্চ চলাচল। বিআইডাব্লিউটিএ বলছে, ধারণ ক্ষমতার অর্ধেক জারতরই নিয়ে ছাড়ছে সব লঞ্চ।এমনকি নির্দিষ্ট সময়ের আগেও অনেক লঞ্চকে ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে।

লঞ্চের সুপারভাইজার আজগর আলী বলেন ঘাটে লঞ্চ আসার সাথে সাথেই লঞ্চে উঠতে হুড়োহুড়ি করে যাত্রীরা। যাত্রীরা মনে করেন লঞ্চে জায়গা পাবে না। ফলে স্বাস্থ্যবিধি নষ্ট হচ্ছে। আমরা যাত্রীদের মাস্ক নিশ্চিত ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে লঞ্চে প্রবেশ করাই। স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় আমরা সর্বদা মনিটরিং করছি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাহাদুল বসিলাম আরটিভি নিউজকে বলেন, প্রথম দিন হিসেবে যাত্রীদের ভিড় একটু বেশি ছিল। সকাল থেকে আমরা নজরদারি রেখেছি। যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তে মার্কেট-শপিংমলে উপচেপড়া ভিড়
শেষ সময়ের ঈদ কেনাকাটায় উপচেপড়া ভিড়
তীব্র গরমেও রাজধানীর বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড়
সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ বেদি
X
Fresh