• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৫ জুলাই ২০২১, ০৯:২০
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু
ফাইল ছবি

কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত ছিলেন, আর ৪ জনের করোনার উপসর্গ ছিল।

বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গত দিনের চেয়ে শনাক্তের হার ৬ কমে ৩০.৫৩ শতাংশ হয়েছে।

এদিকে গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৩৮০ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ২২১ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব উপসর্গে বুঝবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে
কালবৈশাখীতে বসতঘরের ওপর গাছ পড়ে মা-ছেলের মৃত্যু
ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু
X
Fresh