• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে আলুর পর পানিতে ভাসছে ধান

চাঁদপুর প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৭, ১৪:১২

চাঁদপুরের হাজীগঞ্জে টানা বৃষ্টিতে ফসলি মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে যাওয়া আলুর পর এবার পানিতে ভাসছে ধান। হতাশায় ভুগছেন কৃষক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিশেহারা কৃষকরা।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রকৃতি যেনো আরো নড়েচড়ে বসেছে। সরছে না পানি। আধা পাকা ধানই কাটতে দেখা গেছে কৃষকদের।

ভুক্তভোগী কৃষকরা জানান, চাঁদপুরের হাজীগঞ্জে এ বছর ৯ হাজর ৯’শ ৪৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। তিন মাস আগে চলতি বছরের শুরুতে ব্রি-ধান চাষ করেন কৃষকরা। দুর্যোগপূর্ণ আবাহওয়ার কারণে ধান পরিপক্ক হবার আগেই ধান কাটতে হচ্ছে তাদের।

বিগত কয়েক বছরে আবহাওয়া অনুকূলে থাকায় ইরি আবাদে বাম্পার ফলন হলেও চলতি বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।

সরেজমিনে দেখা গেছে, ধান পাকার আগেই তা কাটতে বাধ্য হচ্ছেন চাষীরা। বৈরি আবহাওয়া আর আগাম বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ধান ক্ষেত। বাধ্য হয়েই আধা-পাকা ধান কাটছেন চাষীরা। কিন্তু গেলো কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে এখানকার কৃষকের দুশ্চিন্তা ও ব্যস্ততা বেড়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর জানিয়েছেন, লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকরা জমি পরিচর্যার কাজ থেকে শুরু করে পোকা দমনে ওষুধ ব্যবহারের মাধ্যমে ভাল ফলনের আশাবাদী রয়েছেন। সেই সঙ্গে সরকারি বীজের প্রজেক্টগুলোতেও ভাল ফলন হয়েছে। কিন্তু চলমান আবহাওয়া লেগে থাকলে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হুমকির মধ্যে পড়তে পারে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh