• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ ক'রোনাভাইরাস শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২১, ০৮:২২
চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ করোনাভাইরাস শনাক্ত
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় একদিনে ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার শতভাগ। একই সময়ে করোনায় আরও ২ জন মারা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় ১ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত ২ জনের মধ্যে ১ জন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন ৩ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 
৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সব রেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড
X
Fresh