• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৯:৩১
ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির কারণে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন চলবে।

আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল, রেস্তোরাঁ, মুদিদোকান ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মাছের বাজার ও ফলের দোকান খোলা থাকবে। এ ছাড়া জেলার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট ও গরুর হাট। জেলার ভেতরে ও আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন, ইজিবাইক, থ্রি-হুইলারসহ সব যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৬ জুন জেলায় ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জেলা করোনা কমিটি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh