• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘উন্নয়নের পূর্ব শর্ত শান্তি ও সম্প্রীতি’

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ২৫ এপ্রিল ২০১৭, ২১:২১

উন্নয়নের পূর্ব শর্ত শান্তি ও সম্প্রীতি। শান্তিপূর্ণ ও সমৃদ্ধির পার্বত্য চট্টগ্রাম নির্মাণই সরকারের ভিশন। বললেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের বাঙ্গালকাঠিতে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজ ভবনের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য এলাকার জনগণ যাতে শান্তিতে থাকতে পারে ও সমতলের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সে লক্ষ্যেও কাজ করছে সরকার।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্যেই আমরাও কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকাকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে যা যা করার দরকার তাই করবে সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজের সভাপতি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা।

আলোচনা শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি আইসিডিপি ভবনে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় ২০১৬-১৭ অর্থবছরের উপকারভোগী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh