• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকবাহী নৌযান মালিকদের অর্থদণ্ড

সুনামগঞ্জ  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২৩:১৩
টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকবাহী নৌযান মালিকদের অর্থদণ্ড
টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকবাহী নৌযান

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনের দায়ে দুই নৌযান (ইঞ্জিন চালিত) মালিকের নিকট হতে মোবাইল কোর্ট অর্থদণ্ড আদায় করেছেন।

তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে নৌযান মালিকদের নিকট হতে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন রোববার (২০ জুন) বিকেলে।

সোমবার (২১ জুন) তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান কবির বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ জেলাসহ তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটক পরিবহন যাতায়াতের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই নৌযানে করে বেশ কয়েকজনকে নিয়ে রোববার সকাল হতে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়।

খবর পেয়ে বিকেলে টাঙ্গুয়া হাওরে পর্যবেক্ষণ টাওয়ারে পাশে থাকা দুই নৌযান মালিকের নিকট হতে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করে মুছলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশের পর্যটন কেন্দ্রগুলোর ন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকগণের যাতায়াত, পর্যটক পরিবহনে নৌযান, মোটরযান, স্পীডবোর্ড পরিবহন সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
X
Fresh