Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮

কাল থেকে ফরিদপুর লকডাউন

কাল থেকে ফরিদপুর লকডাউন
ফাইল ছবি

ফরিদপুর জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (২১ জুন) সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুন) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, লকডাউনের মধ্যে শুধুমাত্র কাঁচা বাজার, ওষুধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। লকডাউনের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনা শনাক্ত হয়েছেন ৫২৬ জন। আর মারা গেছেন ১১ জন। করোনার সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক জানিয়েছে, প্রথম দফায় এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে। পরবর্তীতে সময় আরও বাড়ানো হতে পারে।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS