• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় একদিনে সর্বোচ্চ মৃ'ত্যু

আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ১১:৫৩
খুলনায় করোনার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
ফাইল ছবি

খুলনায় কমছে না করোনায় মৃত্যু ও শনাক্তের হার। শুক্রবার (১৮ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে করোনা এবং উপসর্গ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড খুলনায়।

শনিবার (১৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, আটজন করোনা আক্রান্ত এবং তিনজন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া বাগেরহাটের আটজন, যশোরের পাঁচজন, সাতক্ষীরার দুইজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জ তিনজন, মাগুরার একজন ও ফরিদপুর জেলার একজন রয়েছে।

বাজার, শপিং মল, এলাকার শারীরিক দূরত্ব মানছে না কেউ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh