• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বিধিনিষেধ বাড়লো

আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ০৯:৪৭
কুষ্টিয়ায় বিধিনিষেধ বাড়লো
ফাইল ছবি

কুষ্টিয়া পৌরসভায় এলাকায় সাত দিনের বিধিনিষেধ এর মধ্যেও ঠেকানো যায়নি করোনার ঊর্ধ্বগতি। তাই আগামী ২৫ জুন পর্যন্ত আরও ৭ দিনের কঠোর বিধিনিষেধ বাড়িয়েছে জেলা প্রশাসন।
আজ শনিবার থেকে দ্বিতীয় মেয়াদের এই বিধিনিষেধ শুরু হয়েছে। তবে শেষ হওয়া গত ৭ দিনের বিধিনিষেধ অনেকটা অকার্যকর ছিল। এবার এই বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে থাকছে। মিরপুর পৌরসভায় চলমান ৭ দিনের বিধিনিষেধ এর আজ তৃতীয় দিন চলছে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় ৩৬৮ নমুনা পরীক্ষায় নতুন আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে ৩২.২৩ শতাংশ হয়েছে। গত ১০ দিনেই এখানে ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই কুষ্টিয়া শহরের। শেষ ১০ দিনে মারা গেছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় ১৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। ৭০ বেডের স্থানে এখন সেখানে ১০২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। শহরে রোগী বৃদ্ধির কারণ হিসেবে জেনারেল হাসপাতালকে অলিখিত হটস্পট ঘোষণা করে সেখানে আজ থেকে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
মেট্রোরেলে ইফতারে খাবার গ্রহণে বিধিনিষেধ
আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল
বিদেশি শিক্ষার্থীদের যে বিধিনিষেধ দিলো কানাডা
X
Fresh