Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৬ জুলাই ২০২১, ১১ শ্রাবণ ১৪২৮

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ১৭:২৬
আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৪৬

সিরাজগঞ্জে ব'জ্রপাতে দুই কৃষকের মৃ'ত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে নজরুল ইসলাম ও আতিক হাসান নামে দুই কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল ও উল্লাপাড়া উপজেলার কয়ড়ায় ঘটনা দুটি ঘটে।

নিহতেরা হলেন- জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলহাজ্ব আলীর ছেলে আতিক হাসান (৩২)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, মঙ্গলবার দুপুরে জমি থেকে ধানের খড় আনতে যায় নজরুল ইসলাম। এসময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রপাতের আঘাতে নজরুল ইসলাম মারা যান।

অপরদিকে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দিপক কুমার দাস জানান, দুপুরে কৃষিজমিতে কাজ করছিল আতিক হাসান। এসময় বজ্রপাতে মারা যান তিনি।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS