Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৮ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮

মঙ্গলবার থেকে ট্রেনের যাত্রাবিরতি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে

ফাইল ছবি

হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সাময়িকভাবে চালু হচ্ছে মঙ্গলবার (১৫ জুন) থেকে। যাত্রাবিরতি দেবে আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন।

রোববার (১৩ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মার্চে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর থেকে বন্ধ ছিল এ স্টেশনের কার্যক্রম। ভাংচুর ও অগ্নিসংযোগের ফলে অচল হয়ে যায় সিগন্যালিং ব্যবস্থা। ফলে যাত্রাবিরতি বন্ধ হয়ে যায় সকল ট্রেনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়ীয়া স্টেশনের অপারেটিং কার্যক্রম পরিচালনার জন্য সিগনালিংসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম এবং বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি সংস্কার প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধা বিবেচনায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্টেশনটি সাময়িকভাবে “ডি ক্লাস" স্টেশন হিসেবে পরিচালনা করা যাবে।

এতে আরো বলা হয়, ১৫ জুন থেকে আপাতত পাঁচ জোড়া মেইল এক্সপ্রেস/কমিউটার, সুরমা মেইল (১৯২০), ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮), কর্ণফুলী কমিউটার (৩/৪) ও তিতাস কমিউটার (৩৩/৩৬ ও ৩৪/৩৫) ট্রেন ও আগামী ১৯ জুন থেকে পারাবাত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের যাত্রা বিরতি করবে।

এইচএন/ এমকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS