• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আম বিক্রি করা কেন্দ্র করে স্কুল কমিটির সভাপতিকে মারধর

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১৬:৪৭
আম বিক্রি করা কেন্দ্র করে স্কুল কমিটির সভাপতিকে মারধর
ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় আম নিয়ে দ্বন্দ্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আম বিক্রি করা কেন্দ্র করে সাবেক সভাপতি আফাজ উদ্দিন ও বর্তমান সভাপতি কাবাতুল্লা সরকারের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের জের ধরে শনিবার বেলা ১১টার দিকে মনিগ্রাম বাজারে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কাবাতুল্লা সরকারকে মারধর করা হয়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় কাবাতুল্লা সরকার বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আফাজ উদ্দিন ও তার সহযোগী শাহিন আলমকে আটক করে পুলিশ।

এই বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কাবাতুল্লা সরকার বাদী হয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রধান আসামি আফাজ উদ্দিন ও সহযোগী শাহিন আলমকে আটক করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh