• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মায়ের চিকিৎসা করাতে গিয়ে মার খেলেন দুই ছাত্র

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৪:২৪
মায়ের চিকিৎসা করাতে গিয়ে মার খেলেন দুই ছাত্র

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাকে ভর্তি করানোর সময় অতিরিক্ত টাকা না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ভাই রাশেদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গতকাল শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রিয়াদ তার মাকে হাসপাতালে ভর্তির জন্য জরুরি বিভাগে নিয়ে আসেন। ভর্তির জন্য ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ তা দিতে অস্বীকার করেন। এতে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ১৫/১৬ জন এসে রিয়াদকে মারধর করে। পাশে থাকা রিয়াদের ছোট ভাই তাকে উদ্ধার করতে গেলে তিনিও মারধরের শিকার হন। দুই ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ঘটনাটি জানার পরপরই আমি হাসপাতালে যাই। ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে ঘটনার শিকার শিক্ষার্থীদের খোঁজখবর নিই। তাদেরও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ঘটনায় হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
বিশ্বকাপে হামলার হুমকি
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং
X
Fresh