Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৫:৪৩
আপডেট : ১০ জুন ২০২১, ১৬:০১

অবৈধ গ্যাস সংযোগ দেয়ার দায়ে কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রে'প্তার ২

অবৈধ গ্যাস সংযোগ, কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃত সারওয়ার হোসেন ও মজিবুর রহমান

ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার দায়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) মো. সারওয়ার হোসেন ও ব্যবস্থাপক মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলা বাদী মো. শরীফ উদ্দিন তাদের গ্রেপ্তার করেন। এর আগে গ্রেপ্তার আসামিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার আসামিরা হলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, টেকনিশিয়ান মো. দিদারুল আলম, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে গ্রাহক মুজিবুর রহমান ও সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী।

মামলা এজাহার সূত্রে জানা যায়, আসামিরা সরকারি আদেশ অমান্য করে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় চট্টগ্রাম চঁন্দগাও থানা এলাকায় গ্যাস সংযোগ ও নতুন রাইজার নির্মাণের সুযোগ দিয়েছেন। এক্ষেত্রে তারা ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে ২২টি দ্বৈত চুলায় সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

জিএম

RTV Drama
RTVPLUS