Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ০৮:০৪
আপডেট : ০৭ জুন ২০২১, ০৮:১৪

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক
ফাইল ছবি

চাঁদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (০৬ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে কয়েক ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ।

ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, রোববার (৭ জুন) কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে এলে শহরের প্রেসক্লাব ঘাট,গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত কিশোরদের মধ্যে বেশ কয়েকজনের অভিভাবকদের ডেকে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে থানায় আগে থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে। সোমবার (০৭ জুন) সকলে তাদের বিষয়ে আরও খোঁজ নিয়ে আদালতে পাঠানো হবে।

জিএম

RTV Drama
RTVPLUS