• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

প্রেমিকা নিয়ে দ্ব'ন্দ্ব, বিশ্ববিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের অ'স্ত্রের মহড়া

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২০:২৫
প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব, বিশ্ববিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া
কিশোর গ্যাংয়ের মহড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেম নিয়ে দ্বন্দ্বে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে দুই কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ মহড়া দেয়া তারা।

জানা গেছে, ‘রাইডারবিডি ০০৭’ গ্যাংয়ের সদস্য রুদ্রের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাদের সম্পর্ক ছিন্ন হয়। এর পরে ওই ছাত্রী ইসলামনগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। এ কারণে ক্ষুব্ধ হয়ে রুদ্র কয়েকবার রাতুলকে হুমকি দেয়।

পরে রোববার (৬ জুন) সকালে এ ঘটনার জেরে রাতুল ও রুদ্রের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাতুল ও তার গ্যাংয়ের সদস্যরা রুদ্রকে মারধর করে। এ সময় উভয় গ্যাংয়ের সদস্যরাই ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ’রাইডারবিডি ০০৭’ গ্যাংয়ের সদস্যদের চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনার সংবাদ পেয়ে কোন সংঘর্ষের আগেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা গিয়ে তাদের সরিয়ে দেন।

এদিকে ক্যাম্পাস সংলগ্ন রাঙামাটি এলাকায় জাবি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তারিকুল ইসলাম তারেক ’রাইডারবিডি ০০৭’ নামের গ্যাংটি পরিচালনা করে। অন্যদিকে ইসলামনগর এলাকায় জাবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান রিমু পরিচালনা করে ‘রিমু গ্যাং’।

জাবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভুঞা বলেন, ছাত্রদের ঝামেলার বিষয়টি শুনেছিলাম। পরে অন্য শিক্ষকদের খোঁজ নিতে পাঠানো হয়েছিল। তবে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, এ ধরণে কোন সংবাদ এখনো জানতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
প্রচণ্ড গরমে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
দাবদাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ   
X
Fresh