Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৯:০৭
আপডেট : ০৫ জুন ২০২১, ১৯:১২

ভারত থেকে আসা ৬ জনের করোনা পজিটিভ

ভারতফেরত ৬ জনের করোনা পজিটিভ
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে আসা যাত্রীদের মধ্যে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ১৯ মে থেকে আজ শনিবার (০৫ জুন) পর্যন্ত ভারত থেকে আসা ১৯৫ জনের মধ্যে এই পর্যন্ত ৬ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম জানান, হিলি চেকপোস্ট দিয়ে কয়েক জন যাত্রী দেশে আসেন। এ সময় তাদের করোনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এবং অন্যদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে শনাক্ত হওয়া ব্যক্তিদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা ঢাকায় নমুনা পরীক্ষা করার পর জানা যাবে।

উল্লেখ, বিভিন্ন সময়ে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে করোনার কারণে আটকা পড়েন এসব বাংলাদেশিরা। সরকার ১৬ মে থেকে এসব আটকা-পড়াদের দেশে আসার অনুমতি দেয়।

জিএম

RTV Drama
RTVPLUS