• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্রি ফায়ার-পাবজি না খেলতে পেরে আত্মহ'ত্যা করলো আসিফ 

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুন ২০২১, ০৯:১১
ফ্রি ফায়ার-পাবজি না খেলতে পেরে আত্মহত্যা করলো আসিফ 
ফাইল ছবি

পাবনায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য বাবার কাছে স্মার্টফোন চেয়ে না পেয়ে জিদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আসিফ (১৮) সাঁথিয়া উপজেলার খান মাহমুদপুর গ্রামের সেলন ফকিরের ছেলে।

সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসিফ তার পাশের গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার জন্য তার বাবাকে স্মার্টফোন কিনে দিতে বলেন। কিন্তু বাবা টাকার অভাবে কিনে দিতে পারেননি। এ কারণে অভিমান করে সোমবার (৩১ মে) বিকেলে আসিফ তার নিজ রুমে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ সময় স্বজনরা টের পেয়ে আসিফকে দ্রুত আড়া থেকে নামিয়ে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
থানায় জিডি করলেন গায়ক আসিফ
খালিদকে নিয়ে আসিফের আবেগঘন স্ট্যাটাস
পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি
X
Fresh