• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

বেশি ভাড়া না দেয়ায় ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১২:৫২
বেশি ভাড়া না দেয়ায় ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর
ফাইল ছবি

বগুড়া কাহালু উপজেলায় ভ্যানচালক বাদশা মণ্ডলের থাপ্পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ভালশুন গ্রামের আলোক ছত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাহালু থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফিজ মণ্ডল (৭৫) কাহালু উপজেলার ভালশুন আলোক ছত্বর এলাকার মৃত মণ্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ মে) রাতে তফিজ মণ্ডল কাজ শেষে বাড়িতে আসার জন্য বাদশার ভ্যানে চড়ে আলোক ছত্বর আসেন। পরে ভ্যানচালক বাদশাকে তফিজ মণ্ডল ১০ টাকা ভাড়া দেন। ভ্যানচালক বাদশা ১৫ টাকা ভাড়া চাইলে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাদশা তার ভ্যানের যাত্রী তফিজ মণ্ডলকে সজোরে থাপ্পড় মারেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh