• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তাস খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ ৫

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ০৯:১৩
তাস খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ ৫
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন ভড়াপুকুর পাড় এলাকায় গ্যাস লাইটার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। এ সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, মধু সুদন দত্ত (৪৫), প্রদীপ দাশ (৫২), যদু বিশ্বাস (৫৫), পংকেজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বাকলিয়ার ভড়াপুকুর পাড় এলাকায় আবদুল হামিদ মিয়ার বাসায় আহতরা বসে তাস খেলছিল। এ সময় গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাস লাইট ব্লাস্ট হয়ে রুমের ভেতরে আগুন ধরে যায়। এ সময় আগুনে রুমের ভেতরে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে প্রদীপ দাসের (৫২) অবস্থা আশঙ্কাজনক।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ফোরণে দগ্ধ ৫ রোহিঙ্গা শিশুর কেউই বেঁচে রইল না
তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ 
X
Fresh