Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ১০:৪০
আপডেট : ১৫ মে ২০২১, ১০:৫৭

সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুড়া-নওগাঁ সড়কে ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শনিবার (১৫ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, একই এলাকার তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের উপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এসএস

RTV Drama
RTVPLUS