Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

সাত বছর পর ছেলেকেও খেল বাঘ

সাত বছর পর ছেলেকেও খেল বাঘ
ফাইল ছবি

সুন্দরবনে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও বাঘের আক্রমণে নিহত হন।

শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

জানা যায়, গত সপ্তাহে রেজাউলসহ কয়েকজন মৌয়াল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু কাটতে সুন্দরবনে যান। ঈদের সময়ও বাড়িতে ফেরেননি তারা। বনে যাওয়া মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তার মরদেহ উদ্ধার করে বাড়ি ফিরেছেন। প্রায় ৮ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যান।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। তিনি মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে যান। তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

এসএস

RTV Drama
RTVPLUS