• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলআরোহী নিহত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৯:২৫
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলআরোহী নিহত
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলআরোহী নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের দেওয়ানের খামার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের জামাল উদ্দিন (৭০) বাইসাইকেলযোগে মেয়ের জামাই ফজলুল হকের বাড়ি যাচ্ছিলেন। তিনি দেওয়ানের খামার এলাকায় পোঁছালে

জয়মনিরহাট থেকে ভূরুঙ্গামারী অভিমুখে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে জামাল উদ্দিনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার নাক, মুখ ও ডান কান দিয়ে রক্ত ঝরছিল।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই জামাল উদ্দিন মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানালে মামলা দায়ের করা হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা, কিশোর নিহত