• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ গরুর মাংসের দাম বাড়লো

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ১৪:২০
ছবি সংগৃহীত।

নিম্ন আয়ের মানুষের কাছে গরুর মাংস ধরা ছোঁয়ার বাইরে। অনেক দিন ধরেই রাজধানীতে ৫৮০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছিল গরুর মাংস।

সুস্বাদু এই মাংসের চাহিদা ঈদকে কেন্দ্র করে অনেকটাই বেড়ে যায়। ঈদের আগের দিন বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মাংসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে।

আর চাহিদা বাড়ার সুযোগে অসাধু মাংস ব্যবসায়ীরা দামও বাড়িয়ে দিয়েছেন গরুর মাংসের। কোনো কোনো বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। যা একদিন আগেও ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা। যদিও রমজানের মধ্যে ৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন মাংস ব্যবসায়ীরা।

প্রতি বছরই উৎসবের অজুহাতে জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয় অসাধু বিক্রেতারা।

ক্রেতারা এই বেশি দামের জন্য বিরক্ত হলেও মেনে নিচ্ছেন। কাউকে আবার দাম বৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেছে। কিন্তু বিক্রেতারা কম দামে কিছুই বিক্রি করছেন না।

ব্যবসায়ীরা আশা করেন আজ মধ্যরাত পর্যন্ত মাংস বিক্রি করতে পারবেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার
X
Fresh