• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

৪০ গ্রামে দুইবার ঈদ!

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ১৩:৫১
৪০ গ্রামে দুইবার ঈদ
৪০ গ্রামে দুইবার ঈদ

বুধবার আফ্রিকার দেশ নাইজার ও সোমালিয়ায় প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের পর ফের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবারও চাঁদপুরের সেই ৪০ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল পৌনে ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায়।

জানা গেছে, সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯২ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। এদিকে ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাদ্রা দরজার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, বুধবার (১২ মে) ভোরে আমাদের একজন চাঁদ দেখা যাওয়ার সংবাদ পায় আর সেটিকে তারা গ্রহণযোগ্য মনে করেছেন বিধায় অল্পসংখ্যক মানুষ ঈদ উদযাপন করেছেন। চাঁদ দেখার ওই সংবাদ আমরা বিচার-বিশ্লেষণ করে তা গ্রহণযোগ্য মনে করিনি বিধায় উদযাপন করিনি।

তিনি আরও বলেন, আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার ঈদ করবো। নির্ধারিত কোন দেশকে ফলো করি না। ঈদুল আযহার কথা বললে পক্ষান্তরে সৌদি আরবকে আমাদের ফলো করতেই হয়। কারণ হজ ফলো না করলে আমরা কোরবানি করতে পারি না। তারপরও আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব দেশে উদযাপন হচ্ছে ঈদ
X
Fresh