Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

ফেরিতেও ঝুলছে মানুষ! (ভিডিও)

ফেরিতেও ঝুলছে মানুষ! (ভিডিও)
ফেরিতেও ঝুলছে মানুষ

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে নামার সময় হুড়োহুড়িতে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

বুধবার (১২ মে) দুপুরে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুটি ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরেও টনক নড়েনি যাত্রীদের। একদিকে দুর্ঘটনায় প্রাণহানির খবর আসছে, অন্যদিকে ফেরিতে করে ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। যে যেভাবে পারছেন ছুটে চলছেন। সবার গন্তব্য গ্রামের বাড়ি। কেউ কারো কথা শুনছে না।

বিকেলে শিমুলিয়া ঘাটে দেখা যায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও যাত্রীরা নির্ভয়ে ঝুঁকি নিয়েই ফেরিতে নদী পার হচ্ছে। ফেরি ছেড়ে যাচ্ছে তবুও ঝুঁকি নিয়ে সেগুলোতে লাফিয়ে লাফিয়ে ওঠছে। স্বাস্থ্যবিধিও কেউ মানছেন না। যেকোনো মুহূর্তে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

যাত্রীরা বলছেন, পরিবারের সবার সঙ্গে ঈদ না করতে পারাতো কষ্টের। ফেরি চলছে বলে বাড়ি যাচ্ছি। সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি।

পুলিশ জানায়, যাত্রীদের অনেক বোঝানো হচ্ছে তবুও তাড়া শুনছেন না। তাদের থামানো যাচ্ছে না।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ফেরিঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, যাত্রীদের সব ভাবে বোঝানো হয়েছে। তারা কোন কথাই শুনছেন না। কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। যে যেভাবে পারে ফেরিতে ওঠছে। তাদের সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীও হিমশিম খেতে হচ্ছে।

এসএস

RTV Drama
RTVPLUS