Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

ঢাকায় কালবৈশাখীর আঘাত

ঢাকাতে কালবৈশাখী আঘাত
ঢাকাতে কালবৈশাখী আঘাত

ঢাকাতে কালবৈশাখী আঘাত হেনেছে। রোববার (২ মে) সন্ধ্যায় বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে।

রাত ১০টার পর থেমে থেমে তীব্র গতিতে বয়ে যায় বাতাস। সেই সঙ্গে হয় বৃষ্টি। তীব্তর বাতাসে অনেক এলাকায় গাছ ভেঙে পড়ে। অন্যদিকে গত কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। অবশেষে স্বস্তির এ বৃষ্টির দেখা মিলল। কিন্তু বৃষ্টির চেয়ে দমকা হাওয়াই বেশি বয়ে যায়।

উল্লেখ্য, আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে দেশের পশ্চিমাঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে যা সন্ধ্যার দিকে ঢাকায় আঘাত হানতে পারে। রোববার (২ মে) আবহাওয়া অফিসের পূর্ভাবাসে এসব তথ্য জাননো হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জিএম

RTV Drama
RTVPLUS